ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চৌমুহনী প্রি-ক্যাডেট একাডেমির পিঠা উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
চৌমুহনী প্রি-ক্যাডেট একাডেমির পিঠা উৎসব পিঠা উৎসব, ছবি: বাংলানিউজ

নোয়াখালী: দেশীয় পিঠার সঙ্গে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে নোয়াখালীর চৌমুহনীতে গ্রামীণ ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী প্রি-ক্যাডেট একাডেমির আয়োজনে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।  

পিঠা উৎসবে প্রতিষ্ঠানটির প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

উৎসবে গ্রাম-বাংলার বিভিন্ন ধরনের প্রায় তিন শতাধিক পিঠা প্রদর্শিত ও বিক্রয় করা হয়। এর মধ্যে হৃদয় হরণ, বৌ পিঠা, ব্লেড কাঠা, গোলাফ ফুল পিঠা, তাল বড়া পিঠা, বেনী পিঠা, হাঁচের পিঠা, পান তুয়া পিঠা, মনচুরি পিঠা অন্যতম। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের গ্রাম-বাংলার পিঠার পরিচয় করিয়ে দেওয়া আয়োজকদের মূল লক্ষ্য বলে জানা যায়।

উৎসবের উদ্বোধন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ উপ-সচিব মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। এসময় আরও উপস্থিত ছিলেন চৌমুহনী প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক কামরুল ইসলামসহ একাডেমির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এমআরএ/এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।