শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের পশ্চিম মেড্ডা এলাকায় প্রধান অতিথি থেকে হাসপাতালের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সভাপতি ডা. বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জেলা প্রশাসক হায়াৎ উদ-দৌলা খান, পুলিশ সুপার আনিছুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, জেলা সিভিল সার্জন মো. শাহ আলমসহ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য ফরিদা নাজমীন।
প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে পিপিপির (পাবলিক-প্রাইভেট-পার্টনার শিপ প্রজেক্ট) মাধ্যমে নির্মিত ৫০ শয্যা হাসপাতালে ১০টি নির্বিড় পর্যবেক্ষণ কেন্দ্র, (আইসিইউ) ও ১০টি হৃদযন্ত্রের নির্বির পরিচর্যা কেন্দ্র, (সিসিইউ) ও পাঁচটি (পিসিসিইউ) ইউনিট রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ০১ ফেব্রুয়ারি, ২০২০
আরএ