ইউনিয়ন পরিষদে গেলেই কানে ভেসে আসছে ভোঁ ভোঁ শব্দ। মৌমাছির গুঞ্জনে মুখরিত পুরো চত্বর।
স্থানীয় বাসিন্দা হারুন রশিদ বাংলানিউজকে বলেন, প্রাকৃতিকভাবে প্রায় দুই মাস আগে থেকে প্রতিদিনই নতুন নতুন মৌমাছি এখানে মৌচাক তৈরি করছে। এসব মৌচাক দেখার জন্য দূর থেকে অনেক মানুষ আসছে প্রতিদিন।
তিনি আরও বলেন, একসঙ্গে এত মৌচাক জীবনে দেখিনি। এখানে এত মৌমাছি তারপরও কোনোদিন কাউকে একটি কামড়ও দেয়নি। আমরা এলাকাবাসী এগুলো উপভোগ করি এবং মৌচাকগুলো রক্ষার জন্য মৌমাছিগুলোকে বিরক্ত করিনা বা কাউকে করতেও দেইনা।
ভারশোঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, প্রতিবছরের মত এবারও শতাধিক মৌচাক হয়েছে। এক সপ্তাহ আগে কিছু মৌচাক থেকে প্রায় ২শ কেজি মধু সংগ্রহ করা হয়েছে। মধু বিক্রির টাকা দিয়ে ইউনিয়নের আসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়া মৌচাক দেখতে আসা দর্শনার্থীদের মধু দিয়ে আপ্যায়নও করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
আরএ