রোববার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএপির হরতালে কোথাও কোনো প্রভাব পড়েনি।
বিএনপি যদি আবারও আন্দোলনে যায় সেক্ষেত্রে কী করবেন- এ বিষয়ে তিনি বলেন, আন্দোলনের নামে জনগণের ক্ষতি হলে এবং কোনো ধরনের সহিংসতা করলে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে।
সিটি ভোট এত কম পড়েছে কেন জানতে চাইলে তিনি বলেন, জাতীয় নির্বাচনের চেয়ে স্থানীয় নির্বাচনে পার্সেন্টেজ কম থাকে। অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। ঢাকায় মানুষ এক জায়গা থেকে আরেক জায়গা বাসা বদল করে। অনেক সময় এক জায়গা থেকে চলে গেলে আর ভোট দিতে আসে না। তারপরও বিষয়টি দেখার। কেন কম লোক ভোট দিল সেটি গবেষণার বিষয়। বিষয়টি আরও বিশ্লেষণ করবে দল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব নির্বাচনে সহিংসতা হয়। এবার সেটি হয়নি। সুষ্ঠু সুন্দর পরিবেশে এবং কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই মানুষ ভোট দিতে পেরেছে।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এমআইএইচ/এএ