রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সদর উপজেলা পরিষদের হলরুমে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের উদ্যোগে এ সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি থেকে চেক বিতরণ করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু ও মুক্তিযোদ্ধা কাওছার হোসেন।
সভায় সদর উপজেলা ভিক্ষুক মুক্ত করতে নানামুখী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে ১২ জন ভিক্ষুককে পুনর্বাসনের জন্য ৫০ হাজার টাকা করে মোট ছয় লাখ টাকার চেক বিতরণ করা হয়।
এই টাকা দিয়ে তারা গাভী পালন, ক্ষুদ্র ব্যবসা পরিচালনা ও ভ্যান কিনে পরিচালনা করবেন বলে জানিয়েছেন সমাজসেবা বিভাগের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এমএস/এএটি