ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কলাপাড়ায় বাসের ধাক্কায় টমটমচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
কলাপাড়ায় বাসের ধাক্কায় টমটমচালক নিহত

পটুয়াখালী: কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে ঈগল পরিবহন নামে একটি বাসের ধাক্কায় মো. জলিল হাওলাদার (৪৫) নামে এক টমটম চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দিনেশ (৪০) নামে এক ব্যবসায়ী।

রোববার (২ ফেব্রুয়ারি) পাইকবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতের স্বজন রায়হান ইসলাম বাংলানিউজকে জানান, জলিল হাওলাদার সকালে টমটমে গাছ বোঝাই করে স্থানীয় এক সমিলে যাচ্ছিলেন।

এসময় কুয়াকাটা থেকে কলাপাড়ার উদ্দেশে ছেড়ে আসা ঈগল পরিবহনের একটি বাস টমটমকে ধাক্কা দেয়। এতে দু’জন আহত হলে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  

তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে জলিল হাওলাদারের মৃত্যু হয়। এ ঘটনায় বাসচালক শিপনসহ পরিবহনটি আটক করেছে মহিপুর থানা পুলিশ।

কলাপাড়া উপজেলার মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. সোহেল আহম্মেদ বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।