ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এসএসসির প্রথমদিনে বাগেরহাটে অনুপস্থিত ১৩১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
এসএসসির প্রথমদিনে বাগেরহাটে অনুপস্থিত ১৩১

বাগেরহাট: এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে সোমবার (৩ ফেব্রুয়ারি) বাগেরহাটে ১৩১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে এসএসসিতে ৪৮, দাখিলে ৬১ এবং ভকেশনালে (কারিগরি) ২২ জন।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এসএসসি বাংলা পরীক্ষায় মোট ১২ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী ছিল।

এর মধ্যে ১২ হাজার ৮৯৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। ভকেশনালে ১ হাজার ৪১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩৯১ এবং দাখিলে (মাদ্রাসা) ৩ হাজার ৯১৪ জনের মধ্যে ৩ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।  

এছাড়া জেলার ৯টি উপজেলায় ৪৯টি কেন্দ্রের কোথাও কোনো অপ্রতীকর ঘটনার খবর পাওয়া যায়নি। সর্বোত্রই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।