সোমবার (০৩ ফেব্রুয়ারি) বিকেল সোয়া পাঁচটার দিকে টেকনাফ সরকারী কলেজ মাঠে জেলা পুলিশ অয়োজিত অনুষ্ঠানে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকের হাতে এসব ইয়াবা ও অস্ত্র জমা দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।
‘মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার’ এ স্লোগানে কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন জানান, আত্মসমর্পণ করা ২১ ইয়াবা কারবারির বিরুদ্ধে দুটি মামলা করা হবে। পরে তাদের তোলা হবে আদালতে।
২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি প্রথম দফায় ১০২ জন ইয়াবা কারবারি টেকনাফ পাইলট হাই স্কুল মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর হাতে আত্মসমর্পণ করেছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
এসবি/এইচএডি