পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় দপ্তরের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
সোমবার ( ৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজশাহী-চিলাহাটিগামী-রাজশাহীর মধ্যে চলাচলকারী ৭৩৩/৭৩৪ আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে এ অভিযান চালানো হয়।
পাকশী বিভাগীয় দপ্তরের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মজিবর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক আব্দুল আলিম বিশ্বাস মিঠু, গৌড় চন্দ্র সিং, নাসির হোসেন প্রমুখ।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় দপ্তরের বাণিজ্যিক কর্মকর্তা ফুয়াদ হোসেন আনন্দ বাংলানিউজকে জানান, রাজশাহী থেকে ছেড়ে যাওয়া চিলাহাটিগামী ৭৩৩ নম্বর (আপ) তিতুমীর এক্সপ্রেস এবং চিলাহাটি থেকে ছেড়ে আসা ৭৩৪ নম্বর (ডাউন) তিতুমীর এক্সপ্রেস ট্রেনে আকস্মিকভাবে অভিযান পরিচালনা করা হয়। বিনা টিকিটের ২৮০ যাত্রীর কাছ থেকে ভাড়াসহ জরিমানা বাবদ ৪১ হাজার ৫শ টাকা আদায় করা হয়।
ডিসিও আরও জানান, বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
আরএ