ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দারিদ্রকে জয় করতে আমরা অদম্য গতিতে এগিয়ে চলেছি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
দারিদ্রকে জয় করতে আমরা অদম্য গতিতে এগিয়ে চলেছি

জাতীয় সংসদ ভবন থেকে: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দারিদ্রকে জয় করতে আমরা অদম্য গতিতে এগিয়ে চলেছি। দেশের প্রতিটি মানুষের উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু উন্নত রাষ্ট্রগঠন করতে চান না, একটি উন্নত জাতিও গঠন করতে চান। দেশে পেট্রোল বোমা নিক্ষেপের রাজনীতি যদি না থাকতো তাহলে বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারতো।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী এ কথা বলেন। এ সময় ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া সভাপতিত্ব করেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে উন্নয়ন আরও যতো হওয়ার কথা ছিলো সেটা হয়নি। বিএনপি আন্দোলনের নামে, নির্বাচন বানচালের নামে পেট্রোল বোমা মেরেছে, জ্বালাও পোড়াও করেছে। ভোট কেন্দ্র পুড়িয়েছে, স্কুল পুড়িয়েছে।  

তিনি বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের পর বিএনপি বলছে মানুষ ভোট দেওয়ার আগ্রহ হারিয়েছে। মানুষ নির্বাচনে যদি ভোট দেওয়ার আগ্রহ হারিয়ে থাকে তাহলে সেটা বিএনপির জন্যই হারিয়েছে।

সরকারের উন্নয়ন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে যাওয়া দেখে আজ পাকিস্তান আক্ষেপ করে। সব সূচকে আজ বাংলাদেশ পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। ১৯৭২ সালে বাংলাদেশের মাথা পিছু আয় ছিল ৩৭৭ ডলার। তখন পাকিস্তানের মাথাপিছু আয় ছিল ৭৬০ ডলার। ২০১৯ সালের শেষে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ২০০০ ডালার, আর পাকিস্তানের মাথা পিছু আয় ১৭০০ ডলার। বাংলাদেশের রপ্তানি আয় প্রায় ৪৭ বিলিয়ন ডলার। সেখানে পাকিস্তানের রপ্তানি আয় মাত্র ২৩ বিলিয়ন ডলার। ডলারের সঙ্গে মুদ্রা বিনিময় হার বাংলাদেশের ৮৪ টাকা আর পাকিস্তানের ১৫৩  
দশমিক ৯৬ টাকা, কোনো কোনো ক্ষেত্রে ১৫৪ টাকা। শুধু তাই নয় কোনো কোনো ক্ষেত্রে ভারতকেও বাংলাদেশ ছাড়িয়ে গেছে। সেনিটেশনে বাংলাদেশের অগ্রগতি ৯৯ শতাংশ আর ভারতে ৫৯ শতাংশ। বাংলাদেশে বিশুদ্ধ পানির সুবিধা পাচ্ছে ৯৮ ভাগ মানুষ সেখানে ভারতে ৮৮ ভাগ।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
এসকে/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।