ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো শিশুর

বগুড়া: বগুড়া সদর উপজেলায় বালুবোঝাই ট্রাকের ধাক্কায় মনি (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় শিশুটির মামা পলাশ সরকার (১৯) গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়া-নামুজা সড়কের উপজেলার চৌমহুনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনি সদর উপজেলার নামুজা নাথপাড়া গ্রামের নিত্য সরকারের ছেলে।

আহত পলাশ সরকার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ সাহাপাড়ার নেপাল সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পলাশ সরকার তার ভাগিনাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চৌমহুনী বাজারে সড়ক পারাপার হচ্ছিলো। এ সময় দ্রুতগামী বালুবোঝাই একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মনির মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত পলাশকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বাংলানিউজকে জানান, ট্রাকটি আটক করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
কেইউএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।