ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৫ দিন পর মুন্সিগঞ্জে নিখোঁজ রংমিস্ত্রির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
৫ দিন পর মুন্সিগঞ্জে নিখোঁজ রংমিস্ত্রির মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ: নিখোঁজ হওয়ার পাঁচদিন পর মুন্সীগঞ্জ শহরের মোল্লারচর এলাকার ধলেশ্বরী নদী থেকে দুলাল মোল্লা (৪০) নামে এক রংমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। দুলাল ওই এলাকার মৃত মাঈনউদ্দিন মোল্লার ছেলে।

 

মুন্সিগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম বাংলানিউজকে জানান, মোল্লারচর এলাকার ধলেশ্বরী নদীর তীরে কচুরিপানার ভেতর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গত ২৯ জানুয়ারি রাত ১০টার দিকে চাচাতো ভাই শাকিল মোল্লার মোবাইলফোনের কল পেয়ে নিজ বাড়ি থেকে বের হন রংমিস্ত্রি দুলাল। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় ৩১ জানুয়ারিতে নিখোঁজের স্ত্রী কাকলী বেগম সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।