মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে অভিযান চালিয়ে পোনা, ট্রলার ও জাল জব্দসহ তাদের আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রলারচালক শ্যামনগর উপজেলার কাশিমারি গ্রামের মনিরুজ্জামানসহ জেলেদের জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
মোরেলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রঞ্জণ চন্দ্র দে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।
কোস্টগার্ড মোরেলগঞ্জ কন্টিনজেন্ট কমান্ডার আব্দুল হাকিম বাংলানিউজকে জানান, গোপন সংবাদ পেয়ে সকালে পানগুছি নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার জব্দসহ সাত জেলেকে আটক করা হয়। এসময় ট্রলারটি থেকে আহরণ নিষিদ্ধ ১০ লাখ পারশে পোনা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই জেলেদের পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ পোনাগুলো নদীতে অবমুক্ত করাসহ ট্রলারে থাকা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
এসআরএস