ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেয়াদকাল পার হলেও শেষ হয়নি খাদ্য গুদামের নির্মাণকাজ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
মেয়াদকাল পার হলেও শেষ হয়নি খাদ্য গুদামের নির্মাণকাজ 

ফরিদপুর: মেয়াদকাল শেষ হয়ে আরও দেড় বছর পার হয়ে গেছে কিন্তু ঠিকাদারের গাফিলতিতে সরকারি খাদ্য গুদামের নির্মাণকাজের ৫০ ভাগও শেষ হয়নি।

শুরু থেকেই নির্মাণকাজ ধীর গতিতে চললেও বর্তমানে এক বছরের বেশি সময় ধরে তা বন্ধ রয়েছে। কাজটি কবে নাগাদ শেষ হবে তাও নির্দিষ্ট করে বলতে পারছেন না সংশ্লিষ্টরা।

ফরিদপুরের মধুখালী উপজেলার গাড়াখোলা এলাকায় ১ হাজার মেট্রিকটন খাদ্য শস্য ধারণের এ গুদামের নির্মাণ কাজের দায়িত্ব পান মো. ইউনুস অ্যান্ড ব্রাদারস প্রাইভেট লিমিটেড নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।  


কাজ শুরু হয় ২০১৭ সালে, যা শেষ হওয়ার কথা ছিল ২০১৮ সালের ২৮ মে তারিখের মধ্যে। কিন্তু সে সময় অতিক্রম করলেও এখন পর্যন্ত কাজের ৫০ ভাগ শেষ হয়নি।

প্রকল্পের ইঞ্জিনিয়ার সাইফুল আবেদীন জানান, গুদাম নির্মাণে ৩ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এখন পর্যন্ত যতটুকু কাজ শেষ হয়েছে তার অর্থ খাদ্য অধিদপ্তর থেকে পরিশোধ করা হলেও ঠিকাদার বাকি কাজ শুরু করেনি। ফলে আরসিসি পিলার প্রস্তুত হওয়ার পর থেকেই বন্ধ রয়েছে নির্মাণকাজ।  

এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী মো. ইউনুস আলীর সঙ্গে টেলিফোনে কথা হলে আলাপচারিতার বিষয়টি জেনে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে আবার চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে সাড়া মেলেনি।

প্রকল্পের উপ-পরিচালক মো. মোসলেম উদ্দিন বলেন, আমি সদ্য যোগদান করেছি। এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।

মধুখালী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল হোসেন বলেন, এখানে ৫শ’ মেট্রিকটন ধারণ ক্ষমতার একটি খাদ্য গুদাম রয়েছে। অপ্রতুল ধারণ ক্ষমতার জন্য ১ হাজার মেট্রিকটন ক্ষমতার একটি গুদামের নির্মাণকাজ শুরু হয়। কিন্তু নির্মাণ কাজের শুরু থেকেই ধীরগতি লক্ষ্য করা গেছে। কাজ শেষ হওয়ার নির্ধারিত সময় চলে গেলেও গুদামের আরসিসি পিলার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। নতুন ভবন নির্মাণ না হওয়ায় জায়গা স্বল্পতার কারণে সঠিকভাবে খাদ্য শস্য সংরক্ষণও করা যাচ্ছে না বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।