মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জিরোপয়েন্টে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) দেশের সর্ব বৃহৎ অর্থনৈতিক অঞ্চলের জন্য ফেনীর সোনাগাজী ও চট্টগ্রামের মীরসরাই উপজেলায় পর্যায়ক্রমে ৩০ হাজার একর ভূমি অধিগ্রহণের ঘোষণা দেয়।
বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন কোনো ফসলি জমি অর্থনৈতিক অঞ্চলের জন্য অধিগ্রহণ করা হবে না। অথচ তিন ফসলি জমি ও গ্রাম উচ্ছেদ করে ভূমি অধিগ্রহণ করার পাঁয়তারা করছে অসাধু চক্রটি। আমরাও চাই সোনাগাজীতে অর্থনৈতিক অঞ্চল নির্মিত হোক। কিন্তু তিন ফসলি জমি ও বাড়ি ঘর উচ্ছেদ করে ভূমি অধিগ্রহণ করলে এলাকাবাসী যাবে কোথায়? এ এলাকার কয়েক হাজার মানুষ সামুদ্রিক মাছ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে।
চরখোন্দকার মৌজাটি অধিগ্রহণের আওতায় আনলে জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়বে।
সোনাগাজী উপজেলা ভূমি মালিক ও কৃষক ঐক্য পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মৃধার সঞ্চালনায় মানববন্ধন বক্তব্য আরও দেন সোনাগাজী পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নূর আলম, সোনাগাজী পৌরসভার প্যানেল মেয়র শেখ কালিম উল্যাহ রয়েল, সোনাগাজী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন ভূঞা, কৃষক লীগ নেতা হারুনুর রশিদ, আবুল কালাম বাহার, মজিবুল হক, আবু সুফিয়ান, সিরাজুল হক ও সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোবারক হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
এসএইচডি/আরআইএস/