ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে হিজড়াদের মাঝে পুলিশের চাল বিতরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
শরীয়তপুরে হিজড়াদের মাঝে পুলিশের চাল বিতরণ  চাল বিতরণ করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

শরীয়তপুর: শরীয়তপুরে হিজড়াদের মাঝে চাল বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান। শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয় চত্বরে জেলা পুলিশের পক্ষ থেকে এ চাল বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন- পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন, পুলিশ সুপারের কার্যালয়ের পুলিশ পরিদর্শক (অপরাধ শাখা) আনোয়ারুল ইসলাম, বিশেষ শাখার ডিআইও-১ আজহারুল ইসলাম, আরও-১ মো. মতিউর রহমান প্রমুখ।  

এ বিষয়ে পুলিশ সুপার আশরাফুজ্জামান বাংলানিউজকে বলেন, সমাজে আমরা যেমন মানুষ, হিজড়ারাও তেমনি আমাদের মতো মানুষ। তাদেরও সমাজে সবার সঙ্গে স্বাভাবিক ভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। করোনা ভাইরাসের কারণে তাদের মধ্যে অনেকেই উপার্জনহীন হয়ে পড়েছেন। তাই আমরা জেলা পুলিশের পক্ষ থেকে পালং থানা এলাকার ১৪ জন হিজড়ার মধ্যে ১০০ কেজি চাল বিতরণ করেছি। পর্যায়ক্রমে তাদের আরো সাহায্য সহযোগিতা দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।