ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ১৬ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
সৈয়দপুরে ১৬ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার সৈয়দপুরে হুইল চেয়ার পেলেন ১৬ প্রতিবন্ধী

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ১৬ জন প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার।  

উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে হুইল চেয়ারগুলো প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে হুইল চেয়ারগুলো তুলে দেন।  

এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ, উপজেলা সমাজসেবা কার্যালয়ের হাওয়া খাতুন, নীলফামারী প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. শাহজাহান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

১৬টি হুইল চেয়ার সরবরাহ করা হয়েছে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নীলফামারী থেকে।
 
নীলফামারী প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. শাহজাহান আলী বাংলানিউজকে জানান, এ নিয়ে এবার জেলার ছয়টি উপজেলায়s ১৫৫টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।