ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জগন্নাথপুরে দুই বেকারিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
জগন্নাথপুরে দুই বেকারিকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের ভেজালবিরোধী অভিযান

সুনামগঞ্জ: অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে দুইটি বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত এ রায় দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ স্ট্যার্ন্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন না থাকায় জগন্নাথপুর পৌর শহরে ছায়া নীড় বেকারির পরিচালক তৌহিদ মিয়াকে ২৫ হাজার এবং অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির পণ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী রাখায় আল্লাহর দান বেকারি মালিক নজরুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

অভিযানকালে সুনামগঞ্জ বিএসটিআইয়ের উপ-পরিদর্শক আব্দুল মতিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।