ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বালু চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
গাজীপুরে বালু চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালীগাঁও এলাকায় বালু চাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত আবুল হাসেম আইয়ুব (৬০) কালীগঞ্জ উপজেলার বালীগাঁও এলাকার শের আলীর ছেলে। তিনি শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালীগঞ্জের বালীগাঁও এলাকায় আবুল খায়ের গ্রুপের কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন আবুল হাসেম। কাজ করে সোমবার দুপুরে তার বাড়ি যাওয়ার কথা থাকলেও তিনি বাড়ি যায়নি। পরে তার পরিবারের লোকজন ওই কারখানায় ভেতর তাকে খোঁজাখুঁজি করেন।

এক পর্যায়ে কারখানার ভেতরে বালু চাপা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবুল হাসেমকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে রাত পৌনে ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই)  আরশাদ মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০ 
আরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।