ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে ডাকাত সর্দার শিপন হাজারি গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
সিলেটে ডাকাত সর্দার শিপন হাজারি গ্রেফতার ডাকাত সর্দার শিপন হাজারি

সিলেট: ২১ মামলার আসামি ডাকাত সর্দার শিপন হাজারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে নয় রাউন্ড গুলিসহ দুইটি দেশীয় তৈরি পাইপগান ও একটি গ্রিল কাটার জব্দ করা হয়।

 
 
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর ধর্মধা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় দশ বছর ধরে ডাকাতি করে আসছিলেন শিপন হাজারি। সিলেট অঞ্চলে গড়ে তুলেছিলেন নিজস্ব ডাকাত দল। গত ১৪ ডিসেম্বর সিলেটের বিশ্বনাথ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে রাজীব ও সবুজ নামের দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে শিপন হাজারিকে গ্রেফতার করা হয়।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিপন হাজারী পুলিশকে জানায়, প্রায় ১০ বছর ধরে ডাকাতি করে আসছিলেন। ডাকাত দলের সর্দার শিপন হাজারীর বিরুদ্ধে সিলেট জেলা, মেট্রোপলিটন এলাকা ও মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় ২১টি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
এনইউ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।