ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তৌফিক-ই-ইলাহীর বড় ভাই মাহমুদ ইলাহী মারা গেছেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
তৌফিক-ই-ইলাহীর বড় ভাই মাহমুদ ইলাহী মারা গেছেন মাহমুদ ইলাহী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রমের বড় ভাই মাহমুদ ইলাহী মারা গেছেন (ইন্নালিল্লাহি....রাজিউন)।

বুধবার (১৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর একান্ত সচিব মুকতাদির আজিজ জানান, মঙ্গলবার (১৫ ডিসেম্বর) কানাডার অটোয়াতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

তার বয়স হয়েছিল ৮০ বছর।

মাহমুদ ইলাহী ১৯৬৪ সালে পাকিস্তান সেক্রেটারিয়েট সার্ভিসে যোগদান করেন এবং আলজেরিয়ায় দূতাবাসে কর্মরত অবস্থায় ১৯৭৫ সালে চাকরি ত্যাগ করে বিদেশে স্থায়ী ভাবে বসবাস শুরু করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এন মেরি ইলাহী এবং এক ছেলে রেখে গেছেন। ছেলে ড. পাসকেল ইলাহী একজন এস্ট্রোফিজিসিস্ট।

মাহমুদ ইলাহীর বিদেহী আত্মার মাগফেরাত ও দোয়া কামনা করেছেন তার স্বজনরা।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
এমইউএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।