ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিজয় দিবসে বিজিবির নানা কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
বিজয় দিবসে বিজিবির নানা কর্মসূচি

ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যথাযোগ্য মর্যাদা বিপুল উৎসাহ উদ্দীপনায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপন করেছে।

বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে বিজিবি সদর দপ্তরসহ বাহিনীর সব রিজিয়ন, সেক্টর, ব্যাটালিয়ন ইউনিটগুলোতে নানা কর্মসূচি উদযাপিত করা হয়।

দিবসের কর্মসূচি অনুযায়ী বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণসহ নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে রাজধানীর পিলখানা বিজিবি সদর দপ্তরে বাদ মাগরিব বিজিবির সব ইউনিটের মসজিদে বাদ ফজর বিশেষ মোনাজাত দোয়া মাহফিল আয়োজিত হয়। সময় মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফেরাত, জাতির শান্তি সমৃদ্ধি এবং বিজিবির উত্তরোত্তর অগ্রগতি কামনা করে দোয়া করা হয়।

এছাড়া ১৬ ডিসেম্বর প্রত্যুষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকাল ৬টা ১০মিনিটে বিজিবি সদর দপ্তরসহ দেশের অন্যান্য সব ইউনিটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে সারাদেশে বিজিবির সব ইউনিটে প্রীতিভোজের আয়োজনসহ বিজিবি সদর দপ্তরের গুরুত্বপূর্ণ ভবন/স্থাপনা গেইটে আলোকসজ্জার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।