ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লাইফ সাপোর্টে পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমএ হাসেম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
লাইফ সাপোর্টে পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমএ হাসেম এমএ হাসেম

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এমএ হাসেম।  

পাঁচদিন আগে ১১ ডিসেম্বর এমএ হাসেমকে হাসপাতালে ভর্তি করা হলেও বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে তার অক্সিজেন স্যাচুরেশন ১০০ এর নিচে নেমে আসে।

তারপরই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।  

ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক ও সিটি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এমএ হাসেমের ছেলে আজিজ আল কায়সার বাংলানিউজকে জানান, কোভিড-১৯ পজিটিভ হওয়ার পরে বাবাকে ১১ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে। বুধবার অক্সিজেন স্যাচুরেশন ১০০ এর নিচে নেমে আসায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। এখন অবস্থা স্থিতিশীল। ২৪ ঘণ্টা পর পরবর্তী অবস্থা জানা যাবে। তিনি তার বাবার জন্য দোয়া চেয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
এসই/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।