ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিজয় দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
বিজয় দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ঢাকা: ডিজিটাল বাংলাদেশ দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস উপলক্ষে আলাদা স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৬ ডিসেম্বর) গণভবনে বাংলাদেশ ডাক বিভাগ থেকে ইস্যু করা এসব স্মারক ডাক সামগ্রী অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।

স্মারক ডাক টিকিটগুলো বুধবার থেকে রাজধানীর জিপিও’র ফিলালেটিক ব্যুরো থেকে বিক্রয় করা হবে এবং পরে এগুলো অন্যান্য জিপিও বা ডাকঘরে পাওয়া যাবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
এমইউএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।