ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিজয় দিবস উপলক্ষে জেগে ওঠো বাংলাদেশ’র সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
বিজয় দিবস উপলক্ষে জেগে ওঠো বাংলাদেশ’র সভা

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন জেগে ওঠো বাংলাদেশের আয়োজনে এক আলোচনা সভা ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।  

বুধবার (১৬ ডিসেম্বর) সংগঠনের সভাপতি ও দৈনিক স্বদেশ প্রতিদিনের সিনিয়র সাব-এডিটর সোহেল রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সরদার বেলায়েত হোসেন মুকুল।

সভায় বক্তব্য রাখেন প্রফেসর আবুল হাসেম, আবদুল মালেক মাস্টার ও সাংবাদিক জুয়েল আদনান, দক্ষিণ খান থানা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জেসমিন আক্তার, সাংগঠনিক সম্পাদক লতা আক্তার ও মীর শরিফ প্রমুখ।  

সভা শেষে দরিদ্রদের মধ্যে শীত বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  

গত ২০১৭ সালে গঠিত জেগে ওঠো বাংলাদেশ নামে এ স্বেচ্ছাসেবী সংগঠনটি বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে।  

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
ডিএন/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।