ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
মাদারীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

মাদারীপুর: মাদারীপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহান হাওলাদার (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

 

বুধবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর জেলার কালকিনির ভাংগাব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোহান কালকিনি উপজেলার কর্ণপাড়া এলাকার লিটন হাওলাদারের ছেলে।  

আহত দু’জন হলেন- রহমান হাওলাদার ও সুমন হাওলাদার।

সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মাদারীপুরের কালকিনি উপজেলার কর্ণপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সোহান মারা যান। এ সময় মোটরসাইকেলের অপর দুই আরোহী রহমান ও সুমন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের শারীরিক অবস্থার অবনতি হলে দুইজনকেই আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আব্দুল হান্নান বাংলানিউজকে জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করেছে। নিহত সোহানের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।