ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে পুকুর থেকে মৃগী রোগীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
কুড়িগ্রামে পুকুর থেকে মৃগী রোগীর মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম: কুড়িগ্রাম পৌরসভার বেপারীপাড়া এলাকার একটি পুকুর থেকে হাসান আলী (৪২) নামে এক মৃগী রোগীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে পৌসভার নতুন শহরের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাসান আলী পার্শ্ববর্তী বেলগাছা ইউনিয়নের আত্মারাম গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

বেলগাছা ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, গত ১৫ ডিসেম্বর থেকে হাসান আলীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার বেপারীপাড়ার সাবেক পৌর চেয়ারম্যান আব্দুস সালামের বাড়ির পার্শ্ববর্তী পুকুরে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

তিনি আরও জানান, হাসান আলী দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। শারীররিক সমস্যার কারণে স্থানীয় সমাজসেবা অধিদপ্তর থেকে তার জন্য প্রতিবন্ধী ভাতা কার্ডও করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত কোনো এক সময় পুকুরে পড়ে তার মৃত্যু হতে পারে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বাংলানিউজকে জানান, নিহত ব্যক্তি কিছুটা অপ্রকৃতিস্থ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।