ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৭১’র নির্যাতিত ছেইংসা মারমাকে প্রশাসনের সহযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
৭১’র নির্যাতিত ছেইংসা মারমাকে প্রশাসনের সহযোগিতা

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা সদরের যৌথখামার এলাকার বাসিন্দা ছেইংসামা মারমা। একাত্তরে পাকিস্তানি সৈনিকদের হাতে নির্যাতিত এই মানুষটির পাশে দাঁড়ালো খাগড়াছড়ি জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে ছেইংসামা মারমাকে নগদ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। এছাড়া প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী একটি দুই কক্ষ বিশিষ্ট পাকা বাড়ি নির্মাণ করে দেওয়ার ঘোষণাও দেন তিনি।

এসময় জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, ছেইংসামা মারমার ওপর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন আটকাবস্থায় সংঘটিত নির্যাতনের তথ্য প্রমাণ সংগ্রহের মাধ্যমে প্রশাসনিক প্রক্রিয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণ করা হবে।

এসময় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও পানছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, খাগড়াছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক তরুণ কুমার ভট্টাচার্য্য, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি সংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কানন আচার্য্যসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
এডি/এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।