ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খালেদা জিয়াকে পেনশন সংক্রান্ত চিঠি দিয়েছে সেনাবাহিনী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
খালেদা জিয়াকে পেনশন সংক্রান্ত চিঠি দিয়েছে সেনাবাহিনী

ঢাকা: সেনাবাহিনীর সদর দফতর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পেনশন সংক্রান্ত একটি চিঠি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবনে সেনাবাহিনীর সদর দফতর থেকে এই চিঠি পৌঁছে দেয়া হয়।

বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বাংলানিউজকে বলেন, ‘পেনশন সংক্রান্ত কাগজপত্র পাঠিয়েছে। অন্য কোনো বিষয় নয়। ’

তিনি বলেন, খালেদা জিয়া সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমানের সহধর্মিনী। সে হিসেবে তিনি পেনশন ভোগ করে থাকেন। এজন্য প্রায়ই সেনাবাহিনী থেকে কাগজপত্র আসে। এটাও তারই অংশ।

১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পেনশন পেয়ে আসছেন। তিনি যতদিন জীবিত থাকবেন ততদিন এটা পাবেন।

বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
এমএইচ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।