ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিপ্লবী কমিউনিস্ট পার্টির সাবেক সদস্যকে গুলি করে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
বিপ্লবী কমিউনিস্ট পার্টির সাবেক সদস্যকে গুলি করে হত্যা মোল্লা হেমায়েত হোসেন লিপু

খুলনা: খুলনার ফুলতলা উপজেলার তাজপুরে গ্রামে চরমপন্থী দলের সাবেক সদস্য মোল্লা হেমায়েত হোসেন লিপুকে (৪৫) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত লিপু আগে চরমপন্থী দল বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য ছিল।

কিছুদিন আগে পাবনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছিলেন।

শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত ৭টায় উপজেলার তাজপুর গ্রামের গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তাজপুর গ্রামের লিপু রাতে গরুর হাট এলাকায় ৪/৫ জনের সাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ২টি মোটরসাইকেলযোগে আসা ৪/৫ জনের একদল সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, নিহত লিপু একসময় চরমপন্থী দলের সঙ্গে জড়িত ছিল। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
এমআরএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।