ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কামালপুর স্থলবন্দরের নির্মাণ সামগ্রী লুটপাট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
কামালপুর স্থলবন্দরের নির্মাণ সামগ্রী লুটপাট খুলে নিয়ে গেছে বেড়া দেওয়া টিন। ছবি: বাংলানিউজ

জামালপুল: জামালপুরের কামালপুর স্থলবন্দরের কাজ শুরুর ১২ ঘণ্টার মাথায় নির্মাণ সামগ্রী লুটপাট হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে স্থলবন্দরে চারপাশের টিনের বেড়া খুলে নিয়ে যাওয়া হয়েছে।

এছাড়া কিছু নির্মাণ সামগ্রীও লুট করা হয়।

গতকাল শুক্রবার বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের যুগ্ম সচিব হাবিবুর রহমানের উপস্থিতি স্থলবন্দরের নির্মাণকাজ শুরু হয়।  

এর আগে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ স্থানীয়দের কাছে ১৫.৮০ একর জমি অধিগ্রহণ করে। তবে জমির দাম কম নির্ধারণ করা হয়েছে দাবি করে জামির মালিকগণ অধিগ্রহণের টাকা নিতে অস্বীকার করে উন্নয়ন কাজ করতে বাধা দিয়ে আসছিল। এরই মধ্য গতকাল শুক্রবার নির্মাণকাজ শুরু করলে এ ধরনের লুটপাটের ঘটনা ঘটে।

বকশীগঞ্জ থানার উপ পরির্দশক (এসআই) মুন্তাজ আলী জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

২০১৫ সালের মে মাসে জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া-কামালপুর স্থলবন্দর নির্মাণের ঘোষণা দেওয়া হয়। এই পথে মেঘালয়ের আমপাতির সঙ্গে বাণিজ্য হবে। অবকাঠামো না থাকায় এই স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়নি। তাই অবকাঠামো নির্মাণের জন্য ২০১৮ সালে ৫৯ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়। জমি অধিগ্রহণ হলেও এখনো মূল কাজ শুরু হয়নি। গত জুন পর্যন্ত অগ্রগতি ১১ শতাংশ। খরচ হয়েছে মাত্র ৬ কোটি ৬২ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।