ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মঠবাড়িয়ায় গৃহবধূকে কুপিয়ে জখম করলেন স্বামী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
মঠবাড়িয়ায় গৃহবধূকে কুপিয়ে জখম করলেন স্বামী

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় আফারজানা (১৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে জখম করছেন তার নেশাগ্রস্ত স্বামী বায়েজিদ হোসেন (২৪)।

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার উত্তর মিঠাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

 

বায়েজিদ হোসেন ওই গ্রামের জাকারিয়া বাদলের ছেলে বায়েজিদ হোসেন (২৪)। আহত গৃহবধূ ফারজানা উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের রুহুল আমীন আকনের মেয়ে। স্বজনরা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

ওই গৃহবধূর বাবা রুহুল আমীন বাংলানিউজকে বলেন, এক বছর আগে প্রতিবেশী বায়জিদের সঙ্গে পারিবারিকভাবে  ফারজানার বিয়ে হয়। বিয়ের পর থেকে বায়জিদ নেশা করে ঘরে ফিরে ফারজানার সঙ্গে খারাপ আচরণসহ মারধর করতেন। সম্প্রতি ফারজানা স্বামীর বাড়িতে যাবেনা বলে জানিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বায়জিদ আমার বাড়িতে এসে ফারজানাকে কুপিয়ে জখম করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সোহেল রানা বাংলানিউজকে বলেন, ফারজানার মাথাসহ শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপ রয়েছে।  

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.জ.মো. মাসুদুজ্জামান জানান, ঘটনাটি আমি শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।