ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কৃষিতে প্রতিবন্ধীদের অবদান নিয়ে রিপোর্ট, পুরস্কার পেলেন বিপুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
কৃষিতে প্রতিবন্ধীদের অবদান নিয়ে রিপোর্ট, পুরস্কার পেলেন বিপুল ...

ঢাকা: কৃষিতে প্রতিবন্ধী ব্যক্তিদের ভূমিকা নিয়ে প্রতিবেদন করায় বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার নিজামুল হক বিপুলসহ ৯ সাংবাদিককে অ্যাওয়ার্ড  দিয়েছে দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ।  

শনিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের হাতে সম্মাননা তুলে দেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি মি.সমীর চন্দ, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর পরিচালক (মাঠ সেবা শাখা) মাহফুজ হোসেন মৃধা, ইকো-কোঅপারেশন এর হেড অব প্রোগ্রাম মো. আবুল কালাম আজাদ এবং দি লেপ্রসী মিশনের কান্ট্রি ডিরেক্টর মি. সলোমন সুমন হালদার।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত সাংবাদিকরা হলেন- আমাদের সময় পত্রিকার প্রতিবেদক এম এইচ রবিন প্রথম এবং বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার নিজামুল হক বিপুল ও দেশ রূপান্তরের প্রতিবেদক মো. আবদুল্লাহ আল মামুন দ্বিতীয় হয়েছেন। তৃতীয় স্থান অধিকার করেছেন ভোরের কাগজের সাতক্ষীরা প্রতিনিধি শেখ মাহতাব হোসেন। ইলেকট্রনিক মিডিয়ায় চ্যানেল-২৪ এর প্রতিবেদক হাসনাত রাব্বী প্রথম স্থান অধিকার করেছেন। বাংলাদেশ টেলিভিশনের প্রতিবেদক আফরিন জাহান এবং ডিবিসি টেলিভিশনের প্রতিবেদক তাহসিনা সাদিক যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। যমুনা টেলিভিশনের প্রতিবেদক রামিজ আহসান এবং জিটিভি’র প্রতিবেদক ফেরদৌস আরেফিন যৌথভাবে তৃতীয়স্থান অধিকার করেছেন।

এছাড়া বিজয় বাংলাদেশ এর সাতক্ষীরা প্রতিনিধি মীর খায়রুল আলম এবং ফ্রিল্যান্স সাংবাদিক রতন মালেককেও বিশেষ পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
এসই/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।