ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালিগঞ্জের ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
কালিগঞ্জের ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবি বিক্ষোভ মিছিল। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেনের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও ধলবাড়িয়া সর্বস্তরের ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জীর সভাপতিত্বে বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, নুরুল ইসলাম, এন্তাজ আলী, বিষ্ণু পদ, শিক্ষক ইয়াছিন আলী, ওকালত হোসেন, বদিউজ্জামান প্রমুখ।

বক্তারা ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী শওকত হোসেনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ ও তাকে অপসারণের দাবি জানান।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে চেয়ারম্যান গাজী শওকত হোসেনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও তাকে অপসারণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।