ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের গঠনতন্ত্র পুনর্বহাল দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের গঠনতন্ত্র পুনর্বহাল দাবি মানববন্ধন/ ছবি: জিএম মুজিবুর

ঢাকা: একাত্তরের সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের গঠনতন্ত্র বাতিলের প্রতিবাদ ও তা পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।  

রোববার (২০ ডিসেম্বর) সকাল সোয়া ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে।  

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব।  

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল, সংগঠনের কেন্দ্রীয় নেতা সফিয়ার রহমান, মো. আব্দুল খালেক প্রমুখ।  

মানববন্ধনে ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বুকে ধারণ করে ১৯৭১ সালে জীবনের ঝুঁকি বীর মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করি। দেশ স্বাধীন হওয়ার দীর্ঘ সময় পর ২০১৭ সালের ২৭ আগস্ট মুক্তিযোদ্ধা কাউন্সিল থেকে ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ ২৩৯/২০১৭ নিবন্ধন লাভ করে। কিন্তু কিছু দিন আগে হঠাৎ করে নিবন্ধন বাতিল করা হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মুক্তিযুদ্ধের চেতনা ঘরে ঘরে পৌঁছে দিতে ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের গঠনতন্ত্র পুনর্বহাল করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
টিএম/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।