ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে মানববন্ধন মানববন্ধন

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়সহ সব শাখা অফিসে একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।  

রোববার (২০ ডিসেম্বর) বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংক শাখার উদ্যোগে শাপলা চত্বরে আয়োজিত মানববন্ধনে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা ও বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

মানববন্ধন শেষে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় ব্যাংক শাখার সভাপতি মো. নেছার আহাম্মদ ভূঁঞার সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক এইচ এম দেলোয়ার হোসাইনের পরিচালনায় এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সভায় বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতা ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, আব্দুল মতিন ভূঁঞাসহ বাংলাদেশ ব্যাংক মুজিববর্ষ উদযাপন কমিটি ও এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের (সিবিএ) নেতারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
এসই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।