ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে যুবককে কুপিয়ে টাকা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
রূপগঞ্জে যুবককে কুপিয়ে টাকা ছিনতাই

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কাইয়ুম (৪০) নামে এক যুবককে কুপিয়ে টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভোলাব ইউনিয়নের আতলাপুল বাজার এলাকায় ঘটে এ ঘটনা।


আহত কাইয়ুমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি চারিতালুক এলাকার মৃত মানিক মিয়ার ছেলে।

আহত কাইয়ুম জানান, বেলা সাড়ে ১১টার দিকে একটি ব্যাংকের আতলাপুর শাখা থেকে এক লাখ ১০ হাজার টাকা তুলে বাড়ি ফিরছিলেন তিনি। ভোলাব ইউনিয়ন পরিষদের সামনের মোড়ে স্থানীয় মাদকসেবী কামরুল মিয়া, রফিকুল ইসলাম, শাকিল ওরফে শান্ডা, সজীবসহ কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে তাকে আটক করে। এসময় কোনো কিছু বুঝে উঠার আগেই কাইয়ুমের সঙ্গে থাকা এক লাখ ১০ হাজার টাকা লুটে নেয়। কাইয়ুম প্রতিবাদ করতে গেলে  ওই যুবকরা চাপাতি দিয়ে ডান হাত ও পিঠে কুপিয়ে জখম করেন। পরে পুরো শরীরের রড দিয়ে পিটিয়ে থেঁতলে দেয়। কাইয়ুমের ডান পা ভেঙে ফেলা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ধরনের ঘটনার অভিযোগ এখন পর্যন্ত পাইনি। অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।