ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পতাকা বিকৃতিকারীদের বহিষ্কারের দাবি বঙ্গবন্ধু পরিষদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
পতাকা বিকৃতিকারীদের বহিষ্কারের দাবি বঙ্গবন্ধু পরিষদের মানববন্ধন। ছবি: বাংলানিউজ

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জাতীয় পতাকা বিকৃতভাবে উপস্থাপন ও অবমাননার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছে বঙ্গবন্ধু পরিষদ।  

সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে রংপুর নগরের পার্কের মোড়ে বিশ্ববিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, যারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জুতা পায়ে পুষ্পস্তবক অর্পণ করেছিলেন, তারাই বিজয় দিবসে জাতীয় পতাকা বিকৃতি করে তা ফেসবুকে প্রকাশ করেছে। এরা বারবার অপরাধ করে ছাড় পেয়ে যাওয়াতে এমন কাণ্ড করে যাচ্ছে। সংবিধান লঙ্ঘন ও মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননা করা এসব শিক্ষক-কর্মকর্তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। নইলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হতেই থাকবে। একই সঙ্গে সংবিধান লঙ্ঘনকারী উপাচার্যসহ জড়িত শিক্ষকরা এখনো স্বপদে বহাল থাকায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন সংগঠনটির নেতারা।   

মানববন্ধনে বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু পরিষদ বেরোবি শাখার সভাপতি কমলেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সহ সভাপতি তারিকুল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হক প্রমুখ।  

বঙ্গবন্ধু পরিষদের নেতারা বলেন, সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের জাতীয় পতাকা সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত। অথচ ওইসব শিক্ষকরা উপাচার্যের নির্দেশে ও স্ব-শরীরে উপস্থিত থেকে জাতীয় পতাকা বিকৃতভাবে উপস্থাপন ও অবমাননা করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। তারা জাতীয় পতাকার মাঝখানের রক্তবর্ণ ভরাট বৃত্তটি পরিবর্তন করে চার কোণা আকৃতির করে সংবিধানের ৪(২) অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে ওই পতাকা উপস্থাপন করে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছে। তারা পতাকা বিধি অমান্য করে পায়ের নিচে স্পর্শ করিয়েছে।  

এদিকে একই দাবিতে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের সম্মুখ ফটকে মানববন্ধন করেছে জাতীয় শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ। এছাড়া ১৭ ডিসেম্বর থেকে প্রতিদিনই বিভিন্ন সংগঠনের ব্যানারে পতাকা বিকৃতির ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে।

জানা যায়, মহান বিজয় দিবসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে বিকৃত পতাকা নিয়ে ছবি তোলেন ওই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। এ ঘটনায় ৯ শিক্ষকসহ উপাচার্যের বিরুদ্ধে রংপুর মহানগর পুলিশের তাজহাট থানায় দুটি অভিযোগ দায়ের হয়। অন্যদিকে রংপুর জেলা প্রশাসন থেকে তিন সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) ওই কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন।  

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।