ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডোমারে দুস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
ডোমারে দুস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ দুস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

নীলফামারী: নীলফামারীর ডোমারে দুস্থ ৬০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (কল্যাণ ও পুনর্বাসন) সরকার ফারহানা আখতার সুমি।
 
সোমবার (২১ ডিসেম্বর) সকালের দিকে তিনি উপজেলার চিলাহাটি বাজার সংলগ্ন নিজ বাড়িতে ভোগডাবুড়ি ইউনিয়নের তিন শতাধিক কম্বল বিতরণ করেন।

 

এরপর দুপুরের দিকে কেতকীবাড়ী ইউনিয়নের বোট বাজার ফেডারেশন মাঠে ১০০ ও জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ১০০ এবং বিকেলের দিকে মটকপুর তালতলী এলাকায় ১০০ অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন সরকার ফারহানা আখতার সুমি। এ সব শীতবস্ত্র তিনি নিজস্ব অর্থায়নে বিতরণ করেছেন।

সরকার ফারহানা আখতার সুমি বাংলানিউজকে বলেন, নিজস্ব অর্থায়নে আগামী ২৫ ডিসেম্বর ডোমার ও ডিমলা উপজেলায় আরও ৯০০ দুস্থ ও অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করবো।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুমি নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে মনোনয়ন প্রত্যাশী।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।