ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেট-হবিগঞ্জ রুটে চালু হলো বিআরটিসি বাস

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
সিলেট-হবিগঞ্জ রুটে চালু হলো বিআরটিসি বাস সিলেট-হবিগঞ্জ রুটে চালু হওয়া বিটিআরটিসি বাস। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বাস সার্ভিস চালু হলো হবিগঞ্জ সিলেট রুটে।  

মঙ্গলবার (২২ ডিসেম্বর) এ বাস সার্ভিসের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিআরটিসি সিলেট ডিপোর ব্যবস্থাপক মো. জুলফিকার আলী বলেন, এই সার্ভিসের রুট দুটি। একটি সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল এবং অপরটি সিলেট-হবিগঞ্জ রুট। প্রতিদিন এখানে ৬টি করে মোট ১২টি গাড়ি চলবে। বাসগুলো ছাড়বে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলী থেকে। তবে প্রথম পর্যায়ে এই দুইরুটে ২টি করে মোট ৪টি গাড়ি চলাচল করবে।

পরবর্তীতে এই রুটে একে একে করে মোট ১২টি গাড়ি চলাচল করবে বলেও বিআরটিসি সিলেট ডিপো সূত্র জানায়।

সূত্র আরো জানায়, প্রাথমিক অবস্থায় চালু হওয়া সবগুলো বাসই শীতাতপ নিয়ন্ত্রিত। সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল রুটের ভাড়া যথাক্রমে ২৩৫ টাকা (শ্রীমঙ্গল) ও ১৮০ টাকা (মৌলভীবাজার) এবং সিলেট-হবিগঞ্জ রুটের এসি গাড়ির ভাড়া ২৭৭ টাকা।

তবে শীতের সময় সিলেট-হবিগঞ্জ রুটের এসি বাসের ভাড়া নেওয়া হবে ১৮০ টাকা ও মৌলভীবাজারে ১৪০ থেকে ১৬০ টাকা ও শ্রীমঙ্গল পর্যন্ত ১৭০ থেকে ১৮০ টাকা পর্যন্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে বিআরটিসি কর্তৃপক্ষের।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ২২ ডিসেম্বর, ২০২০
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।