ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা প্রতীকী ছবি

ঝিনাইদহ: পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে ঝিনাইদহ সদরের এনায়েতপুর গ্রামে আতিয়ার রহমান (৪২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ।

তবে আশাদুল নামে মূল অভিযুক্ত পলাতক রয়েছেন।  

মঙ্গলবার (২২ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। নিহত আতিয়ার ওই গ্রামের বাদল মণ্ডলের ছেলে।

আটক দু’জন হলেন- একই গ্রামের বাসিন্দা আব্দুর রহিম ও আব্দুল মজিদ। পলাতক মূল অভিযুক্ত আশাদুল একই গ্রামের বাসিন্দা।  

স্থানীয়রা জানান, সকালে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে একই গ্রামের আশাদুলের সঙ্গে আতিয়ারের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আতিয়ারকে মারধর শুরু করেন আশাদুল। মারপিটের সময় সেখানে আটক ওই দু’জনও উপস্থিত ছিলেন। বিকেলে আতিয়ারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডাকবাংলা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বাংলানিউজকে জানান, আতিয়ারকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঝিনাইদহ হাসপাতাল মর্গে রাখা আছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জকে আটক করা হয়েছে। মূল অভিযুক্ত আশাদুল পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।