ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আনসার আল ইসলামের ১ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
আনসার আল ইসলামের ১ সদস্য আটক আনসার আল ইসলামের সদস্য মো. আলিমকে (২১) আটক

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জ থেকে নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের সদস্য মো. আলিমকে (২১) আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দিনগত রাতে কেরানীগঞ্জের ঘাটারচর চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে উগ্রবাদী বই ও ইলেক্ট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

র‍্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল্লাহ আল মামুন জানান, গত ৩০ সেপ্টেম্বর আনসার আল ইসলামের তিনজন শীর্ষ জঙ্গী সদস্যকে গ্রেফতার করে র‍্যাব-২। এরই ধারাবাহিকতায় পলাতক সদস্য আলিমকে আটক করা হয়। তিনি উগ্র ইসলামী জঙ্গীবাদী বই ও প্রচারপত্র নিজের দখলে রেখে ও প্রচার করে নতুন সদস্যদের দলভুক্ত করার কাজে নিয়োজিত ছিলেন।

তার সঙ্গে থাকা ইলেক্ট্রনিক ডিভাইস (হার্ড ডিস্ক) থেকে জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার সরাসরি প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি মামুন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
পিএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।