ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুজিববর্ষ উপলক্ষে মৌলভীবাজারে ১১৪০ ঘর পাবেন ভূমিহীনরা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
মুজিববর্ষ উপলক্ষে মৌলভীবাজারে ১১৪০ ঘর পাবেন ভূমিহীনরা

মৌলভীবাজার: মৌলভীবাজার শহরতলীর চাঁদনীঘাট এলাকায় প্রশাসনের বাস্তবায়নে নির্মাণ হচ্ছে দুর্যোগ সহনীয় ৪০টি ঘর।

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মৌলভীবাজার সদর উপজেলায় প্রাথমিক পর্যায়ে নির্মাণ হচ্ছে ৪৭৬টি ঘর।

তবে পুরো জেলায় ঘরের পরিমাণ ১১৪০ টি।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নে বেকামুড়া এলাকায় ভূমিহীনদের জন্য ৪০টি ঘরের নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য নেছার আহমদ এবং জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামসহ জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে কনকপুর ও চাঁদনীঘাট ইউনিয়নের নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন করেন সংসদ সদস্য ও জেলা প্রশাসকসহ অন্যরা।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানিয়েছেন, ভূমিহীনদের পুনর্বাসন করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা। মুজিববর্ষে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আগামী বছরের জানুয়ারিতে জেলায় ১১৪০টি ঘর উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হবে।

এ সময় সংসদ সদস্য নেছার আহমদ বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গঠনে কাজ করছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লক্ষ্য একটাই, কোনো মানুষ যেন গৃহহীন না থাকে। মৌলভীবাজার ও রাজনগর উপজেলায় প্রাথমিক পর্যায়ে ৫ শতাধিক ঘর নির্মাণ হচ্ছে। এটা অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
বিবিবি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।