ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেরামতকালে ত্রুটিপূর্ণ বাসের নিচে চাপা পড়ে মিস্ত্রি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
মেরামতকালে ত্রুটিপূর্ণ বাসের নিচে চাপা পড়ে মিস্ত্রি নিহত

সিরাজগঞ্জ: ত্রুটিপূর্ণ বাস মেরামতের সময় বাসের নিচে চাপা পড়ে রাশেদুল ইসলাম (২৬) নামে এক মোটর মেকানিক (মিস্ত্রি) নিহত হয়েছেন।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রাশেদুর উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পশ্চিমল কোলা গ্রামের আব্দুস সামাদের ছেলে।   

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বগুড়াগামী তানজিলা পরিবহন নামের একটি বাস চান্দাইকোনা বাসস্ট্যান্ডের কাছে এসে বিকল হয়ে যায়। পরে খবর দেওয়া হলে রাশেদুল এসে বাসের নিচে শুয়ে বাসটি মেরামত করছিলেন। এসময় চালক ইঞ্জিন চালু করলে বাসের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরন্নবী প্রধান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া বাসটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।