ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জেএমবির লিয়াজোঁ শাখার দায়িত্বপ্রাপ্ত একজন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
জেএমবির লিয়াজোঁ শাখার দায়িত্বপ্রাপ্ত একজন আটক

ঢাকা: রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) লিয়াজোঁ শাখার অন্যতম দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ফয়সাল খান ওরফে কাঞ্চন ওরফে ফাহিমকে (৩৪) আটক করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

বুধবার (২৩ ডিসেম্বর) সকালে গোপন তথ্যের ভিত্তিতে ভাটারা এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোনসসহ মেসেঞ্জারে কথোপকথনের স্ক্রিনশটের কপি উদ্ধার করা হয়েছে।

এটিইউয়ের পরিদর্শক হারুন অর রশিদ জানান, আটক ফয়সাল জেএমবি লিয়াজোঁ শাখার অন্যতম দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। তিনি সহযোগীদের সঙ্গে গোপন বৈঠকে একত্রিত হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। নাশকতার উদ্দেশ্যে বিভিন্ন পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি গ্রহণের জন্য তারা গোপন বৈঠকে একত্রিত হচ্ছিলেন।

তারা নিজেদের মধ্যে প্রশিক্ষণ ও প্রযুক্তির মাধ্যমে তথ্য আদান প্রদান করে একে অপরকে সাহায্য, সহায়তা ও প্ররোচিত করাসহ বিভিন্নভাবে উগ্রবাদী কার্যক্রম চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা (নং-৬১) দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
পিএম/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।