ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগমারায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
বাগমারায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

রাজশাহী: রাজশাহীর বাগমারায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শামসুর রহমান (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

শামসুর রহমান জেলার দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর গ্রামের আব্বাস আলীর ছেলে।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার তাহেরপুর কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। এছাড়া ট্রাকচালক আবদুল মজিদকে (৩৬) আটক করেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উপজেলার তাহেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, বুধবার বিকেলে শামসুর রহমান মোটরসাইকেল চালিয়ে তাহেরপুর থেকে নিজের বাড়ি যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৩টায় তাহেরপুর কলেজ গেটের অদূরে বুড়িবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তিনি ছিটকে ট্রাকের নিচে পড়ে যান এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে শামসুর রহমানের মরদেহ উদ্ধার করে এবং ট্রাকচালক আবদুল মজিদ আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। একইসঙ্গে ট্রাকটি জব্দ করে এবং চালককে আটক করে পুলিশ।

এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান এসআই আবদুর রাজ্জাক।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।