ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিষাক্ত পটকা মাছ খেয়ে বউ-শাশুড়ির মৃত্যু 

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
বিষাক্ত পটকা মাছ খেয়ে বউ-শাশুড়ির মৃত্যু 

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিষাক্ত পটকা মাছ খেয়ে বউ এবং শাশুড়ির মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উত্তর ভাড়াউড়া গ্রামের জয়নাল আবেদিনের স্ত্রী সাহিদা বেগম ( ৪০) ও তার পুত্রবধূ নুরুননাহার (২৫)।
 
এ ঘটনায় নুরুন্নাহারের শিশুপু্ত্র নাঈম (৮) গুরুতর অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বিষাক্ত মাছ খেয়ে একই পরিবারের বউ শাশুড়ির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
এ ঘটনায় সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেলের এএসপি আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
ওসি আব্দুস ছালেক বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বউ এবং শাশুড়ির মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে নেওয়া হয়েছে।
  
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।