ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় চালু হলো ই-ট্রাফিক সেবা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
চুয়াডাঙ্গায় চালু হলো ই-ট্রাফিক সেবা  ম্যাপ

চুয়াডাঙ্গা: ট্রাফিক পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও চালকদের ভোগান্তি কমাতে চুয়াডাঙ্গায় ই-ট্রাফিক প্রসিকিউশনের উদ্বোধন করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা শহরের শহীদ হাসান চত্বরে অনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) জাহিদুল ইসলাম।

 

এ সময় এসপি জাহিদুল ইসলাম বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী এখন থেকে বিভিন্ন যানবাহন তল্লাশি করবে ইলেকট্রনিকস ডিভাইস। জরিমানার অর্থ ইউক্যাশের মাধ্যমে পরিশোধ করতে হবে।  

উদ্বোধনী সময়ে দুই মোটরসাইকেল চালকের গাড়ির ট্যাক্স টোকেন ও হেলমেট না থাকায় ১৩ হাজার টাকার জরিমানার হিসাব করে জরিমানার স্লিপ হাতে ধরিয়ে দেওয়া হয়।  

আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, কনক কুমার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) ফকরুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদসহ ট্রাফিক পুলিশের কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।