ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে কারখানাকে জরিমানা 

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
ধামরাইয়ে কারখানাকে জরিমানা  ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): মেয়াদোর্ত্তীণ মালামাল রাখার দায়ে ঢাকার ধামরাইয়ে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪ এর ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে ধামরাইয়ের বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান চালানো হয়।

নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।  

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ধামরাইয়ের বিসিক শিল্প নগরী এলাকায় পদ্মা এগ্রো স্পেয়ার্স কারাখানায় অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোর্ত্তীণ মালামাল রাখার দায়ে কারাখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।