ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে দম্পতির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে দম্পতির মৃত্যু ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ঢাকাগামী অপর একটি ট্রেন প্রায় এক ঘণ্টা ওই এলাকায় থেমে থাকে।

 

শনিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।  

নিহতরা হলেন- ঢাকার ধামরাই থানা এলাকার বাসিন্দা এনামুল হক (৩৫) ও স্ত্রী আফরোজা আক্তার (৩০)।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের সরকারি উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে কালিয়াকৈরের কালামপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেল লাইনে ট্রেনে কাটা পড়ে ওই দম্পতির মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়েছে।  

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

রেল লাইনের ওপর মরদেহ দুইটি ও এলাকাবাসীর ভিড় থাকায় ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন প্রায় এক ঘণ্টা সেখানে থেমে থাকে। পরে মরদেহ দুইটি রেলপথ থেকে সরানোর পর ওই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বলেও জানান এএসআই সানু মং মারমা।  

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০  
আরএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।